উদয়পুর (ত্রিপুরা), ১০মে: জাপান ভ্রমনের সময় কবি রবীন্দ্রনাথ ঠাকুর লক্ষ্য করেছিলেন অস্ত্র ছাড়া জাপানিরা শত্রুর মোকাবেলা করেন জুডো বা জুজুৎসু’র মাধ্যমে। পরাধীন ভারতের ছেলেমেয়েদের জন্য এই শিক্ষা প্রয়োজন মনে করে ১৯২৯ শান্তিনিকেতনে জুডো শিক্ষা চালু করেছিলেন রবীন্দ্রনাথ। সেই ইতিহাসকে মনে রেখে উদয়পুরের জুডো সেন্টারের শিক্ষার্থীরা রবীন্দ্রজয়ন্তী পালন করলো। পঁচিশে বৈশাখ ভগিনী নিবেদিতা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবীন সাংবাদিক ও প্রাবন্ধিক স্বপন ভট্টাচার্য।
জুডো সেন্টারের শিক্ষার্থীরা সমবেত রবীন্দ্র সংগীত ও নৃত্য পরিবেশন করেন। স্বাগত ভাষণ দেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের আধিকারিক মিহির শীল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির উদয়পুর শাখার সহ-সভাপতি শুভেন্দু শেখর ঘোষ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক কমলকান্তি সাহা, আবুল কালাম আজাদ, ভগিনী নিবেদিতা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শারীর শিক্ষিকা শোভা দেব প্রমুখ। জুডো সেন্টার আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক সমেত সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: RTD IT ZONE
Leave a Reply