ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে।
আজ বৃহস্পতিবার সকাল ৭টার পর ওই ভবনের অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনে বলে নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ জানান।
ঢাকার গুলশান-২ নম্বরে ২২ তলা একটি ভবনে উত্তর সিটি করপোরেশনের প্রধান কার্যালয়।
ওই ভবনের ২, ৬, ৮, ৯ এবং ১০ তলায় উত্তর সিটির বিভিন্ন দপ্তর। মেয়র আতিকুল ইসলামের অফিস অষ্টম তলায়।
ভবনের বাকি অংশে বেসরকারি ইউনাইটেড গ্রুপের বিভিন্ন অফিস। সিটি করপোরেশনের জমিতে ওই ভবন নির্মাণ করেছে ইউনাইটেড গ্রুপ।
মেয়রের সহকারী একান্ত সচিব মো. ফরিদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, “আগুনের খবর পেয়ে আমরা অফিসে এসেছি। মেয়র মহোদয় যে ফ্লোরে বসেন, সেখানেই আগুন লেগেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করছি।”
উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনও জানান, অষ্টম তলায় লিফটের পাশে ইলেক্ট্রিক কন্ট্রোল রুমে ‘শর্ট সার্কিট’ থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
“সিলিংয়ের সামান্য অংশে আগুন লেগে যাওয়ায় পুরো ফ্লোর ধোয়াচ্ছন্ন হয়ে আছে। তবে অষ্টম তলায় রিসেপশনের পাশে এবং সামনের দিকের কয়েকটি গ্লাস ভেঙে ধোয়া বাইরে বের করার কাজ চলছে।”
মকবুল বলেন, “ফায়ার সার্ভিসের একটি টিম উপরে কাজ করছে, তারা আগুনের সঠিক উৎস খুঁজে বের করতে চেষ্টা করে যাচ্ছেন। এখনো পর্যন্ত বিশেষ কোনো ক্ষতি হয়নি।”
Design & Developed By: RTD IT ZONE
Leave a Reply