গত ১৯ ডিসেম্বর আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদ এর প্রধান কার্যালয় নদীয়ার কল্যাণীতে সংগঠনের প্রতীক (লোগো) আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করেন বাংলাদেশ শাখার সভাপতি মাসুদ করিম। তিনি নিজে এই লোগোটি তৈরী করেছেন।
এসময় সংগঠনের সদস্য ছাড়াও কল্যাণী পৌরসভার ভাইস চেয়ারম্যান বলরাম মাঝি প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন এবং তিনি পরে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এই অনুষ্ঠানে কলকাতা শাখার ড. জয়ন্ত দাশগুপ্ত, অনুপ বন্দ্যোপাধ্যায়, স্বরুপ মৈত্র, ড. শিল্পী গাঙ্গুলী, হুগলীর সুব্রত ব্যানার্জী, কল্যাণীর শ্রীকৃষ্ণ ঘোষ, জালাল উদ্দিন আহমেদ, ড. সামিমুল ইসলাম, অমল মন্ডল, স্বপন বোস, মৌসুমী বসু, সুতপা চক্রবর্তী, মলি মন্ডল, সুজাতা মিত্র, চন্দন সাহা, জয়শ্রী টিকাদার, মনিময় চক্রবর্তী, শ্রীলা সাহা, তনুকা নন্দী, শম্পা চক্রবর্তী, তুকারাম দত্ত প্রমুখ।
প্রধান অতিথি বলরাম মাঝি বলেন, কল্যাণী পৌরসভা এই সংগঠনের পাশে থাকবে সর্বদা। যেখানে বাংলা ভাষার জন্য সবাই নিবেদিতপ্রাণ সেখানে অবশ্যই কল্যাণী পৌরসভা কাছে থেকে কাজ করে যাবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের পরিচালনা পর্ষদ এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় বসে ভবিষ্যত কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা করেন। এই আলোচনায় অংশ নেন বাংলাদেশ শাখার সভাপতি মাসুদ করিম, ড. জয়ন্ত দাশগুপ্ত, অনুপ বন্দ্যোপাধ্যায়, হুগলীর সুব্রত ব্যানার্জী, কল্যাণীর শ্রীকৃষ্ণ ঘোষ, জালাল উদ্দিন আহমেদ, ড. সামিমুল ইসলাম, পরিমল চন্দ্র মন্ডল। সংগঠনের নানান গুরুত্বপূর্ণ বিষয় ছাড়াও আগামী বছর ২১শে ফেব্রুয়ারির অনুষ্ঠানে বাংলাদেশসহ ভারতের বিভিন্ন রাজ্য ও জেলার প্রতিনিধিদের অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।
সবশেষে বাংলাদেশ শাখার উপদেষ্টা শাহীনূর বেবীর নিজস্ব প্রতিষ্ঠান বেঙ্গল বিস্কুট দিয়ে সবাইকে আপ্যায়িত করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিমল চন্দ্র মন্ডল সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।
Design & Developed By: RTD IT ZONE
Leave a Reply