রাজধানী ঢাকার নতুন প্রজন্ম “আড্ডা” শব্দটি প্রায় ভুলেই গেছে। সেই ভুলে যাওয়ার মানুষদের একটি ছাতার নীচে নিয়ে এলো দিকচিহ্ন আড্ডা। শুরুতেই এর প্রধান সমন্বয়ক সংগ্রামী কবি মোহন রায়হান বলেই দেন যে, “এখানে মারামারি ছাড়া সবকিছুই চলবে”। হলোও তাই। সময় গড়ানোর সাথে সাথে জমজমাট হতে থাকে আড্ডাখানা।
করোনা ক্রান্তির কারণে ৩১৮ দিন পর আবার বসল, ‘দিকচিহ্ন আড্ডা’। গত ২৭ ডিসেম্বর, সাওল মিলনায়তনে বিকাল সাড়ে ৪টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত কথায়, কবিতায়, গানে, আপ্যায়নে মুখরিত ছিল ১২৩তম এই আড্ডা।
কন্ঠশিল্পী ঝর্না রহমান এবং মিশু দাসের-‘আকাশভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ’- উদ্বোধনী সঙ্গীত-এর মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা কবি, লেখক, গীতিকার, সাবেক সচিব ভুঁইয়া শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং কবি, কথাশিল্পী, ঝর্না রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডার বিশেষ আকর্ষণ ছিলেন- নেপালের খ্যাতিমান কবি ও লেখক প্রকৌশলী সন্তোষ কুমার পাখোরেল। শুরুতেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কবিকে আড্ডার পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্যসহ কবিতা পড়েন- নেপালী কবি সন্তোষ কুমার পোখেরাল, কবি মতিন বৈরাগী, কবি, লেখক ও অভিনেতা খায়রুল আলম সবুজ (সবার অনুরোধে তিনি চমৎকার একটি গানও পরিবেশন করেন), কবি ও বিটিভির সাবেক পরিচালক ফরিদুর রহমান, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, কবি ও সাবেক অতিরিক্ত সচিব গোলাম শফিক, কবি, কথাশিল্পী ও কণ্ঠশিল্পী আনোয়ারা আজাদ, কবি দেলোয়ার হোসেন, কৃষিবিদ ও কবি ড. মোঃ ইনামুল হক আজাদ, কবি শামসুন্নাহার ফারুক, কবি সুমনা নাজনীন ও মোহন রায়হান।
বক্তব্য রাখেন-দেশের খ্যাতিমান প্রকাশক, আগামী প্রকাশনীর সত্ত্বাধিকারি ওসমান গণি, অয়ন প্রকাশনীর সত্বাধিকারী মিঠু কবির, কলাবাগান বার্তা পত্রিকার সম্পাদক,লেখক ও তথ্যচিত্র নির্মাতা মাসুদ করিম, বিশিষ্ট ব্যাংকার নাঈমা চৌধুরী কায়েস প্রমুখ।
স্বরচিত কবিতা পাঠ করেন- কবি শওকত হেসেন, কবি নিগার সুলতানা, কবি বাবু হাবিবুল, কবি রুকসানা রহমান, কবি রীনা তালুকদার, কবি হুজ্জাতুল ইসলাম, কবি রোকসানা খাতুন, কবি মাহফুজুর রহমান রাহাত প্রমুখ।
অনুষ্ঠানে অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা জার্মান প্রবাসী মাহবুবুর রহমান বাবু, সাবেক অতিরিক্ত সচিব ফোরকান আহমেদ, সাবেক উপ সচিব তপন কুমার নাথ, কবি কেএম কামাল, কবি শাজনাজ পারভীন, কবি ওয়াহিদ মুরাদ, প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক, কবি নূর কামরুন নাহার, ব্যবসায়ী হেলাল আহমদ, কবি ফরিদ আহমেদ, কবি রাসেল আহমেদ, ঢাবির ছাত্র-পারভেজ রিফাত, শামিম হোসেন, মোঃ ইমদাদুল হক মিলন, তানভীর আলম ও আরও অনেকে।
সঙ্গীত পরিবেশন করেন-খায়রুল আলম সবুজ, গানের নতুন দল ”হাওয়া ঘর”-এর শিল্পীবৃন্দ- শাহিদা ফেন্সী, তারিক শিপন, সাইফুল ইসলাম জুয়েল, শতাব্দী ভব এবং সঙ্গীত শিল্পী মনির চৌধুরী।
অনুষ্ঠানের মধ্যমনি বহুভাষী, বহুমাত্রিক লেখক, দেশ-বিদেশের বহু পুরস্কারে ভূষিত, নেপালের “আন্তর্জাতিক সাহিত্য ফোরাম”-এর প্রতিষ্ঠা, প্রেম, প্রকৃতি, সৌন্দর্যে ও মানবিকতার কবি সন্তোষ কুমার পোখারেল তাঁর আবেগঘন বক্তৃতায় বলেন, পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষাগুলোর মধ্যে বাংলা অন্যতম। আর সেই ভাষার জন্য তার সন্তানেরা জীবন উৎসর্গ করেছে এবং বুকের রক্ত ঢেলে বাংলাদেশ নামে একটি দেশ প্রতিষ্ঠা করেছে। আমার জানামতে দুনিয়ায় এমন দৃষ্টান্ত আর নেই। বাংলা কবিতা ও সাহিত্য আমার ভীষণ প্রিয়। আমি বাংলা ভাষা শেখার চেষ্টা করছি বাংলায় কবিতা লেখার জন্য। বাংলাদেশের প্রকৃত কবিদের মতন আমার কবিতাতেও গুরুত্ব পায়, ক্ষুধা দারিদ্র, নারী, শিশু ও মানবিকতা।” তিনি বাংলা, হিন্দী, নেপালী ও ইংরেজি ভাষায় কয়েকটি কবিতা পড়েন। তাঁকে সম্মানিত করার জন্য দিকচিহ্নের প্রতি প্রকাশ করেন বিশেষ কৃতজ্ঞতা।
দিকচিহ্ন আড্ডায় যোগ দেয়ার জন্য কবি সন্তোষকে ধন্যবাদ জানিয়ে মোহন রায়হান বলেন, আজ থেকে কবি পোখোরেল “দিকচিহ্ন” পরিবারের একজন সদস্য এবং তিনি যখনি বাংলাদেশে আসবেন কবিতাপত্র দিকচিহ্ন তাঁকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করবে।”
সভাপতির ভাষণে ভুঁইয়া শফিকুল ইসলাম বলেন- কবির নাম সন্তোষ কুমার, যার অর্থ ‘পরিতুষ্টির যুবরাজ’। কিন্তু আসলে কি কবি পরিতুষ্ট? কবিরা কি তুষ্ট সুখী থাকতে পারেন? কবিরা তো বেদনার সন্তান। নেপালি কবি সন্তোষ কুমারের কবিতা শুনে আমি তাঁর যে অন্তরখানি দেখলাম, সে তো বেদনায় পূর্ণ। নিজ দেশ ও সারা বিশ্বের , ক্ষুধা, দারিদ্র্য, সংকট তাঁর বুকে বাজে। তাই বলে কি তিনি অসুখী? না, কবিরা অসুখী অতুষ্ট হয় না। কারণ তাঁরা নীল কণ্ঠের মতো বিষ নিজে পান করে সমাজকে অমৃত দান করেন। তাঁদের তুষ্টি শুকোর ছানার তুষ্টি নয়, তা সক্রেটিসের তুষ্টি। বিষন্নতার অন্ধকারে কবি গোলাপের মতো হাসতে পারেন। সন্তোষ কুমার তাই সন্তাষেরই যুবরাজ।”
অর্ধ শতাধিক কবি, লেখক, শিল্পী এবং সাহিত্য ও সংস্কৃতি প্রেমীর স্বতঃস্ফূর্ত, প্রাণবন্ত অংশগ্রহণে সাড়ে তিন ঘন্টাব্যাপী সাহিত্য আড্ডাটি প্রাণে প্রাণে বইয়ে দেয় নির্মল আনন্দের সুখধারা।
Design & Developed By: RTD IT ZONE
Leave a Reply