আজ (৮ জানুয়ারি) বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশনের (বিআইএ) এক প্রতিনিধি দল বিআইএর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর একেএম মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে ঢাকায় জাপান দূতাবাসে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। অধ্যাপক হোসেন ১৯৭৪ সাল থেকে বাংলাদেশে বিআইএর মিশন, ভিশন এবং এর কার্যক্রম ব্যাখ্যা করেছেন। লাইফ প্যাট্রন ও অনারারি সিইও মাসুদ করিম বলেন, জাপান বাংলাদেশের একটি ভ্রাতৃপ্রতিম দেশ। আমাদের দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ইকেবানার পাশাপাশি ভবিষ্যতে এই দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করার জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি।
বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিনুর বেবী বলেন, বাংলাদেশে আমাদের সকল ইকেবানা কার্যক্রমে আমরা সব সময় রাষ্ট্রদূতদের সহযোগিতা কামনা করি। রাষ্ট্রদূত বলেন, জাপান দূতাবাস সর্বদা বিআইএর কার্যক্রমে যথাসম্ভব সহযোগিতা করে যাবে।
উল্লেখ্য, গত বছরের জুন মাসে জাপান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশন বিভিন্ন কর্মসূচি পালন করে।
এসময় জাপান দূতাবাসের ডেপুটি কালচারাল হেড ইয়ামামোতা কেয়োহেই এবং বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল নাজমুন নাহার লিমা উপস্থিত ছিলেন।
Design & Developed By: RTD IT ZONE
Leave a Reply