আগামী ২১শে অক্টোবর (শনিবার) বাদ আসর সদ্যপ্রয়াত প্রকৌশলী মো: মিজানুল করিম এর জন্য পরিবারের পক্ষ থেকে এক দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে। এই দোয়া মাহফিলে সবাইকে শামিল হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হয়েছে।
প্রয়াতের পুত্র সুমগ্ন করিম কলাবাগান বার্তাকে জানান, ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অনেক আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভাকাংখী এই দোয়া মাহফিলে অংশ নেবেন।
বাংলাদেশ জাতীয় সংসদ এর এলডি হলে [মনিপুরী পাড়ার উল্টো দিকে ৬ নং গেট] রাতের খাবারসহ) এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
এখানে উল্লেখ্য প্রয়াত মিজানুল করিম গণপূর্ত বিভাগের (PWD) অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসে্বে গুরুত্বপূর্ণ দায়িত্বে দীর্ঘদিন সুনামের সাথে কাজ করেছিলেন। তিনি গত ১৬ অক্টোবর সকাল ১১:১৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
গতকাল বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় জানাজা বাদ আসর কলাবাগানের উত্তর ধানমন্ডির তেঁতুলতলা মাঠে অনুষ্ঠিত হয়। এই জানাজায় মিজানুল করিমের শৈসবের অনেক বন্ধুগনও অংশ নেন। এরপর উত্তরার ৪ নম্বর সেক্টরের কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার স্ত্রী মেরিনা জাহান কবিতা বাংলাদেশ জাতীয় সংসদ এর সিরাজগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। একমাত্র পুত্র সুমগ্ন করিম বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য।
সদ্যপ্রয়াত প্রকৌশলী মো: মিজানুল করিম এর মৃত্যুতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “মিজানুল করিম এর সাথে আমার সুসম্পর্ক ছিল”।
উল্লেখ্য মিজানুল করিম কলাবাগান বার্তার সম্পাদক ও বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা মাসুদ করিমের অগ্রজ।
Design & Developed By: RTD IT ZONE
Leave a Reply