বড় ধরনের বিভ্রাটে পড়েছে সোশাল মিডিয়া জায়ান্ট মেটার তিন সেবা ফেইসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস। বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ও এর অধীন ছবি শেয়ারিং সেবায় ঢুকতে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে ব্যবহারকারীদের।
অনলাইন সেবা বিভ্রাট নিয়ে তথ্য প্রকাশের সাইট ডাউনডিটেকটর-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এই সমস্যা শুরু হয়। এর মধ্যে বিশ্বের বিভিন্ন স্থান থেকে অভিযোগ পাঠানো শুরু করেন ব্যবহারকারীরা।
বাংলাদেশের ব্যবহারকারীরা বলছেন, যারা ডেস্কটপ বা মোবাইলে লগইন করা ছিলেন, তারা স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যান। এরপর আবার ঢুকতে চাইলে বলা হয় পাসওয়ার্ড মিলছে না।
ইন্সটাগ্রামে ঢোকা গেলেও রিফ্রেশ করা যাচ্ছে না। স্টোরিজ আর কমেন্টও লোড হচ্ছে না। আর থ্রেডস পুরোপুরি অচল হয়ে আছে।
তবে মেটার আরেক সেবা হোয়াটসঅ্যাপ এখনও সচল আছে বলে ব্যবহারকারীরা জানিয়েছেন।
প্রযুক্তি সাময়িকী ভার্জ জানিয়েছে, সমস্যার কারণ জানতে তারা মেটার সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু কোনো মন্তব্য পায়নি।
তবে প্রতিদ্বন্দ্বী সোশাল মিডিয়া এক্স এর মালিক ইলন মাস্ক ঠিকই টিপ্পনি কেটেছেন। এক পোস্টে তিনি লিখেছেন, “আপনি এই পোস্ট পড়তে পারছেন এই কারণে যে আমাদের সার্ভার কাজ করছে।”
অবশেষে রাত সাড়ে দশটায় ফেসবুক পুনরায় চালু হয়।
Design & Developed By: RTD IT ZONE
Leave a Reply