আজ ঢাকায় জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (জুয়াব) এর উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী স্পিচ কনটেস্ট অনুষ্ঠিত হয়।
ঢাকায় বসবাসরত জাপানি নাগরিকগন যারা জাইকা, জেওসিভির ভলান্টিয়ারসহ বিভিন্ন পেশায় কর্মরত এবং অধ্যয়ণরত রয়েছেন তাদেরকে নিয়ে জুয়াব এই স্পিচ কনটেস্ট এর আয়োজন করে। মোট আটজন প্রতিযোগী এই কনটেস্ট এ অংশ নেন। শুরুতেই জুয়াবের অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. একেএম মোয়াজ্জেম হোসেন এই প্রতিযোগিতার বিষয় নিয়ে আলোকপাত করেন।
এই স্পিচ কনটেস্ট এ বিচারক হিসেবে ছিলেন ঢাকাস্থ জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারী (সাংস্কৃতিক ও জনসংযোগ) কোমিনে কেন, জুয়াবের সভাপতি অধ্যাপক মো. খোরশেদ আলম এবং আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের সভাপতি মাসুদ করিম।
অ্যাসোসিয়েশনটি একাডেমিক আদান-প্রদান, সামাজিক-সাংস্কৃতিক বোঝাপড়া এবং জাপান বাংলাদেশের ঐতিহ্যের পারস্পরিক উপলব্ধি বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও জাপানের জনগণের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছে। জুয়াব ২০০১ সাল থেকে একটি জাপানি ভাষা স্কুল পরিচালনা করছে এবং এটি দেশের একটি প্রধান জাপানি ভাষার স্কুল।
সংগঠনটি বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশনের সহযোগিতায় একটি ইকেবানা স্কুলও পরিচালনা করে আসছে। ২০০২ সাল থেকে, জুয়াব জাপান ফাউন্ডেশন এবং বাংলাদেশে জাপানের দূতাবাসের সহযোগিতায় জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট (জেএলপিটি) আয়োজন করছে।
তা ছাড়া জুয়াব জাপান ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ২০০৮ সাল থেকে প্রতি বছর জাপানি ভাষার বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে আসছে। অ্যাসোসিয়েশনের বর্তমানে ৭০০ জনেরও বেশি সদস্য রয়েছে।
Design & Developed By: RTD IT ZONE
Leave a Reply