ভারত’এর আসাম রাজ্যের প্রত্যন্ত অঞ্চল, একাদশ ভাষা শহিদ’এর স্মৃতি বিজড়িত বরাক উপত্যকার অপামর জনতার ‘উনিশে মে’ ভাষা শহিদ দিবসের তেষট্টিতম বর্ষ উদযাপনের প্রস্ততি চলছে পুরোদমে।
১৯৬১’র ১৯শে মে-তে স্বাধীন ভারতের আসাম রাজ্যের বরাক উপত্যকাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ভাষিক আগ্রাসনের বিরুদ্ধে এক বিস্তৃত প্রতিবাদী আন্দোলন। মাতৃভাষার সম্মান রক্ষায় এই আন্দোলনে পুলিশের গুলিতে শিলচর রেল স্টেশনে একজন মহিলা (বিশ্বের প্রথম মহিলা ভাষা শহিদ কমলা ভট্টাচার্য্য) সহ আরোও দশজন বীর শহিদকে হত্যা করা হয়। উল্লেখ্য, বহুভাষিক ভারত রাষ্ট্রের এই প্রত্যন্ত অঞ্চলের পয়তাল্লিশ লক্ষাধিখ মানুষের মাতৃভাষা বাংলা। সেই ১৯৬১’র ভাষা আন্দোলনের প্রেক্ষিতে একাদশ শহিদের মৃত্যুবরণ এই অঞ্চলে বাংলাভাষাকে সরকারি ভাষার মর্যাদা এনে দিয়েছে। নানাভাবে ভাষিক আগ্রাসনের অপচেষ্ঠা চললেও ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি দৃঢ় প্রতিজ্ঞ মাতৃভাষার মর্যাদা পুনরুদ্ধার করতে। মাতৃভাষা প্রেমী জনগোষ্ঠী এবং সকল সংবেদনশীল মানুষের সহযোগিতায় এগিয়ে চলার পথে সহায়ক হবে। মাতৃভাষা বাংলার পূর্ণাঙ্গ স্বীকৃতি এবং শিলচর রেল স্টেশনের নাম “ভাষা শহিদ স্টেশন, শিলচর” রূপে নামকরণের মাধ্যমে এই প্রত্যন্ত ঈশান বাংলার জনমানসের উত্থান সাধন হবে। এই ১৯শে মে’র দিনটি তাই সবার কাছে একাধারে শহিদ দিবস এবং মাতৃভাষা বাংলার নব পর্যায়ে জন্মদিবস রূপে শ্রদ্ধায় সমাদৃত। এবছর স্বর্ণোজ্জল ইতিহাসের তেষট্টিতম বর্ষ পূর্তি অনুষ্ঠানের প্রস্ততি এখন শেষ পর্যায়ে রয়েছে।
এই মহিমান্বিত মুহূর্তে বরাক উপত্যকার জনগণ মহান ভাষা শহিদদের স্মৃতির উদ্দেশ্যে প্রণতি নিবেদন করতে বদ্ধ পরিকর। এই উপলক্ষে ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির পক্ষ থেকে ১৮ মে থেকে ২০ মে ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিতব্য শহিদ স্মরণ উৎসবে অংশগ্রহণ করবেন ভারতের বিভিন্ন স্থানের ভাষাপ্রেমী ছাড়াও বাংলাদেশের এক প্রতিনিধি দল।
বরাকের আওয়াজের উদ্যোগে মহামিছিল
অপরদিকে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বরাকের আওয়াজের উদ্যোগে এক সাথে শিলচর, করিমগন্জ, হাইলাকান্দিতে উনিশের চেতনাকে জাগ্রত করতে বহুভাষিক মহামিছিল হবে ১৬ই মে, ২০২৪ এ। এতে বিপুল সংখ্যক ভাষাপ্রেমী অংশগ্রহণ করবেন।
‘উনিশে মে‘র অনুষ্ঠানে অংশ নিচ্ছে আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদ
বাংলাদেশ প্রধান শাখা
এই প্রথমবারের মত আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদ এর কেন্দ্রীয় পরিচালন পর্ষদের এবং বাংলাদেশ প্রধান শাখার সভাপতি মাসুদ করিম এর নেতৃত্বে বাংলাদেশ থেকে এক প্রতিনিধি দল অংশ নেবেন। এতে বাংলাদেশ শাখার সিনিয়র সহসভাপতি বিশিষ্ট অবৃত্তিকার ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন।
আগরতলা শাখা
আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদ এর ত্রিপুরা রাজ্যের আগরতলা শাখার মুখ্য উপেদেষ্টা বিশষ্ট লেখক, গবেষক ড. আসিশ কুমার বৈদ্য এবং শাখার সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামনা দেব এই অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে।
উদয়পুর শাখা
আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদ এর উদয়পুর শাখার মুখ্য উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক, লেখক, অবসরপ্রাপ্ত শিক্ষক এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির সম্মাননা প্রাপ্ত স্বপন কুমার ভট্টাচার্য তিন সদস্যের এক প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
হ্যামিল্টনগঞ্জ শাখা
এছাড়াও আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদ এর হ্যামিল্টনগঞ্জ শাখার সচিব বাবলী রায় এর নেতৃত্বে এক প্রিতিনিধি দল এই অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে।
শিলচর শাখা
আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদ এর শিলচর শাখার সভাপতি নীহার রঞ্জন পাল এবং সাধারণ সম্পাদক ডা. রাজীব কর এর নেতৃত্বে শিলচর শাখার সদস্যগনও উনিশের এই অনুষ্ঠানের অগ্রভাগে থাকবে।
‘উনিশে মে’ ভাষা শহিদ দিবসের তেষট্টিতম বর্ষ উদযাপনের প্রস্ততির জন্য ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির সকল সদস্যদের নিয়ে কাজ করে যাচ্ছেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. রাজীব কর।
Design & Developed By: RTD IT ZONE
Leave a Reply