আসামের বরাকে সার্ফ এক্সেলের বিজ্ঞাপনে বাংলা না থাকায় প্রতিবাদের ঝড় উঠেছে আসামের বরাক উপত্যকায়। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও বরাকের বিভিন্ন সংগঠন “বয়কট সার্ফ এক্সেল” এর ডাক দিয়েছেন।
আসামের কাছাড় জেলার শিলচরের ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির সাধারণ সম্পাদক ডা. রাজীব কর তার ফেসবুকে এক স্ট্যাটাসে উল্লেখ করেন, বরাক উপত্যকায় বিজ্ঞাপনে বাংলা ভাষা না করা পর্যন্ত আমরা কেউ সার্ফ এক্সেল ব্যবহার করব না। #বয়কট -সার্ফ- এক্সেল।।
Design & Developed By: RTD IT ZONE
Leave a Reply