আগামী ৭ই ডিসেম্বর আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের আয়োজক দেশ বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী ঢাকায় দিনব্যাপী এই সম্মেলন আয়োজনের প্রস্ততি ইতোমধ্যেই ঢাকায় শুরু হয়েছে।
আজ ৩০শে জুন রবিবার সংগঠনের সকল শাখার সদস্যদের নিয়ে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা (৭:৩০) এবং বাংলাদেশ সময় রাত আটটায় (৮:০০) একটি জরুরি অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় পরিচালন পর্ষদের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র মন্ডলের প্রস্তাবে বাংলাদেশ প্রধান শাখার সভাপতি এবং কেন্দ্রীয় পরিচালন পর্ষদের সভাপতি মাসুদ করিমকে সভা পরিচালনা করার অনুরোধ করেন। শিলচর শাখার সভাপতি নীহার রঞ্জন পাল সমর্থন জানানোর পর সভা শুরু হয়। শুরু হয় ঘন্টাব্যাপী আলোচনা।
বাংলাদেশ প্রধান শাখার সাধারণ সম্পাদক কবি নাসির আহমেদ সংগঠনের পত্রিকা ভাষামৈত্রী প্রকাশের ব্যাপারে সংক্ষিপ্ত নীতিমালা নিয়ে আলোকপাত করেন।
সম্মেলনে অংশগ্রহণ করার জন্য একটি বিজ্ঞপ্তি অচিরেই কেন্দ্রীয় পরিচালন পর্ষদের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র মন্ডল সকল শাখায় প্রেরণ করবেন। তাতে বিস্তারিত অবহিত করা হবে।
কল্যাণী, কলকাতা, গয়েশপুর, বীরনগর, আসানসোল, হ্যামিল্টনগঞ্জ, নরেন্দ্রপুর, আসামের শিলচর, ত্রিপুরার উদয়পুর এবং বাংলাদেশ প্রধান শাখার সদস্যসহ প্রায় অর্ধ শতাধিক সদস্য এই অনলাইন সভায় অংশগ্রহণ করেন।
ইন্টারনেটের সমস্যার কারনে আগরতলা শাখা থেকে সংযুক্ত হতে পারেননি। অসুস্থতার জন্য শিলচর শাখার সাধারণ সম্পাদক ডা. রাজীব কর সংযুক্ত হতে পারেনি।
Design & Developed By: RTD IT ZONE
Leave a Reply