গত ৬ জুলাই রংপুরে আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদ এর একটি শক্তিশালী শাখা গঠন করা হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার ভাষাপ্রেমীদের নিয়ে এই শাখা গঠন করা হয়। এই শাখা গঠনের নেপথ্যে অনেকের সাথে কাজ করেছেন শাখার সাধারণ সম্পাদক মাজহারুল মোর্শেদ।
রংপুর শাখার মুখ্য উপদেষ্টা হয়েছেন বিশিষ্ট লেখক, রংপুর সরকারি কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ ড. মো. মোজাম্মেল হক। সাথে উপদেষ্টা হিসেবে আছেন রংপুরের বিশিষ্ট কবি ও লেখক দিলরুবা শাহাদৎ।
সভাপতির দায়িত্ব নিয়েছেন অধ্যাপক মো. শাহ আলম যিনি কারমাইকেল কলেজের বাংলা বিভাগের ভূতপূর্ব অধ্যাপক এবং বিশিষ্ট লেখক, বাংলা একাডেমির জীবন সদস্য। সাথে সিনিয়র সহ সভাপতি কবি ও লেখক, সহকারি অধ্যাপক, বাংলা বিভাগ, মাহীগঞ্জ কলেজ, রংপুর এর ড. নাসিমা আক্তার এবং রংপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক, লেখক মো. মোতাহার হোসেন (সুজন)। সহ সভাপতি রয়েছেন দিনাজপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. লাল মিঞা।
সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন মাজহারুল মোর্শেদ যিনি একাধারে কবি ও সাহিত্যিক, বিভাগীয় প্রধান, সরকারি কে.ইউ.পি কলেজ, কালীগঞ্জ, লালমনিরহাট।
এই কমিটিতে আরও রয়েছেন, মো. আব্দুছ ছালাম – যুগ্ম সাধারণ সম্পাদক, স্বাত্বিক শাহ আল মারুফ – সাংগঠনিক সম্পাদক, পূর্ণিমা রায় – কোষাধ্যক্ষ, লুতফর রহমান সাজু – সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, সদস্য হিসেবে রয়েছেন, ফেরদৌসী বেগম বিউটি, মো. মাহবুবুল ইসলাম, শামীমা আক্তার লিমা, এবং মেহনাজ পারভিন ।
বাংলাদেশ প্রধান শাখাসহ ভারতের বিভিন্ন শাখা থেকে নবগঠিত রংপুর শাখার সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Design & Developed By: RTD IT ZONE
Leave a Reply