কিংবদন্তিতুল্য কবি ও অনন্য সাহিত্য সম্পাদক আহসান হাবীব এখনও প্রতিদিন জীবন্ত আমাদের চেতনায়—সেই আমরা যারা তাঁর মহান ব্যক্তিত্বের ছায়ায় ছিলাম কিছু কাল, তাঁর কবিতা পড়েছি এবং এখনো পড়ছি। তরুণ কবিদের বলি, গত শতাব্দীর ৪০ দশকের প্রধান কবি আহসান হাবীবকে জানতে হবে, পড়তে হবে। কারণ চল্লিশের এই মহান কবিরাই তদানীন্তন পূর্ববঙ্গের কবিতায় আধুনিকতার ভিত্তিপ্রস্তর স্থাপন করছিলেন। ১০ জুলাই কবির মৃত্যুবার্ষিকী। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে তুলে দিচ্ছি কবির সংক্ষিপ্ত জীবনপঞ্জি।
আহসান হাবীব (২ জানুয়ারি ১৯১৭ – ১০ জুলাই ১৯৮৫) একজন খ্যাতিমান বাংলাদেশী কবি ও সাহিত্যিক। ৪৭ এর দেশভাগের আগে প্রায় এক দশক কাল কলকাতায় যে হাতেগোনা কয়েকজন মুসলমান কবি প্রতিভার দীপ্তিতে নিজেদের সুপ প্রতিষ্ঠিত করেছিলেন বাংলা কবিতার অঙ্গনে, তিনি তাঁদের অন্যতম। কলকাতার বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতার পাশাপাশি তৎকালীন আকাশ বাণী কলকাতায় অনুষ্ঠান উপস্থাপক হিসেবেও আহসান হাবীব খ্যাতি লাভ করেছিলেন। শেষ ভাগের তিন বছর পর ১৯৫০ সালে ঢাকায় ফিরে এসে সওগাত, মাসিক মোহাম্মদী মাহে নওসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন কবি। ১৯৬৪ সালে শব্দ প্রকাশিত দৈনিক পাকিস্তান (পরবর্তীকালে দৈনিক বাংলা) পত্রিকার সাহিত্য সম্পাদক এর দায়িত্ব পালন সূত্রে তিনি স্বাধীনতাপূর্ব ও উত্তর কালের বাংলাদেশের সাহিত্যাঙ্গনেও নতুন লেখক সৃষ্টিতে অভিভাবকের ভূমিকা পালন করেছেন। তিনি চল্লিশের দশকের অন্যতম প্রধান কবি হিসেবে যত খাতিমান, ততটাই সাহিত্য সম্পাদক হিসেবে। বাংলা ভাষা সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৬১ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। ১৯৭৮ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক এবং ১৯৯৪ সালে মরণোত্তর সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন আহসান হাবীব।
কাব্যগ্রন্থ, উপন্যাস, গল্প, প্রবন্ধ-নিবন্ধ, ছোটদের ছড়া ও কবিতার বই মিলিয়ে আহসান হাবীবের বইয়ের সংখ্যা ২৫টি।
কাব্যগ্রন্থ:
•রাত্রিশেষ (১৯৪৭)
•ছায়াহরিণ (১৯৬২)
•সারা দুপুর (১৯৬৪)
•আশায় বসতি (১৯৭৪)
•মেঘ বলে চৈত্রে যাবো (১৯৭৬)
•দু’হাতে দুই আদিম পাথর (১৯৮০)
•প্রেমের কবিতা (১৯৮২)
•বিদীর্ণ দর্পণে মুখ (১৯৮৫)
উপন্যাস :
•রাণী খালের সাঁকো (১৯৬৫)
•আরণ্য নীলিমা (১৯৬২)
•জাফরানী রং পায়রা
শিশু সাহিত্য :
•জোছনা রাতের গল্প
•ছুটির দিন দুপুরে
•বিষ্টি পড়ে টাপুর টুপুর
•রেলগাড়ি ঝমাঝম
•রাণীখালের সাঁকো
•ছোট মামা দি গ্রেট।
অনুবাদসহ অন্যান্য :
•পাখিরা ফিরে আসে
•রত্নদ্বীপ ( ট্রেজার আইল্যান্ডর সংক্ষিপ্ত অনুবাদ )
•হাজীবাবা
•প্রবাল দ্বীপে অভিযান ( কোরাল আইল্যান্ডর সংক্ষিপ্ত অনুবাদ ) ইত্যাদি।
প্রয়াণ বার্ষিকীতে গভীর কৃতজ্ঞতায় স্মরণ করি তাঁর সান্নিধ্যের স্মৃতি এবং বাংলা সাহিত্যে তাঁর অনন্য অবদানের কথা।
Design & Developed By: RTD IT ZONE
Leave a Reply