ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মন্ত্রিসভায় নগরমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন টিউলিপ সিদ্দিক। ব্লুমবার্গ জানায়, লেবার পার্টি যখন বিরোধী দলে ছিল তখন তিনি নগর বিষয়ক শ্যাডো মন্ত্রী ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ৪ জুলাই নির্বাচনে টানা চতুর্থবারের মত উত্তর পশ্চিম লন্ডনের হ্যামস্টেড ও হাইগেট আসন থেকে থেকে ১৫ হাজারের ব্যবধানে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস। ২০২১ সালের আগে তিনি শ্যাডো শিক্ষামন্ত্রী ছিলেন। ৪১ বছর বয়সী টিউলিপ সিদ্দিক হচ্ছেন প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মন্ত্রী।
Design & Developed By: RTD IT ZONE
Leave a Reply