আফ্রিকার দেশ ডিআর কঙ্গোয় জেল থেকে পালানোর সময় ১২৯ জন বন্দি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। গতকাল সোমবার দেশটির কেন্দ্রীয় কারাগার মারাকা থেকে তারা পালানোর চেষ্টা করেছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার এক্স এ দেওয়া এক পোস্টে কঙ্গোর স্বরাষ্ট্রমন্ত্রী শাবানি লুকো বলেন, কারাগারের প্রশাসনিক ভবন, খাদ্যগুদাম ও হাসপাতালে আগুন লাগে। এতে ৫৯ জন আহত হয়।
এক ভিডিওবার্তায় তিনি বলেন, মাকালা কারাগার থেকে গণহারে অনেক বন্দি পালানোর চেষ্টা করলে অনেক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
এর আগে একজন কারাকর্মকর্তা জানিয়েছিলেন, কেউই পালাতে সফল হয়নি। যারা পালানোর চেষ্টা করেছিল সবাইকে হত্যা করা হয়েছে। সরকার বিষয়টি নিয়ে তদন্ত করছে।
Design & Developed By: RTD IT ZONE
Leave a Reply