বড় মানুষ বলতে যেমন বোঝায়; কর্মময় গরিমা, জীবনঘনিষ্ঠ অঢেল অর্থকড়ির গৌরব আর জনবিশ্বে সম্মানের উঁচু তখত; তেমন এক দায় ও দরদের মহাজীবনের অবসান হল; চিরবিদায় নিলেন ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটা।
মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৯ অক্টোবর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
এনডিটিভি জানিছে, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান রতন টাটা নিজেই সোমবার তার স্বাস্থ্যের অবনতির খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন।
সেই ঘটনার দুদিনের মাথায় বুধবার মধ্যরাতে টাটা গ্রুপের মূল কোম্পানি টাটা সন্স এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এক বিবৃতিতে রতন টাটার মৃত্যু খরর ঘোষণা করেন। একই সঙ্গে এই মহীরূপ বণিকের দরদি জীবন ও ভারতের ব্যবসাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার কীর্তিকথা তুলে ধরে তার আত্মার শান্তি কামনা করেন তিনি।
দ্য হিন্দুর খবর অনুযায়ী, নিজের আয়ের ৬৫ শতাংশ মানুষের কল্যাণে দান করে যাওয়া রতন টাটার মৃত্যুতে ভারতে শোকের ছায়া নেমে এসেছে।
দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে ব্যবসায়ী, বুদ্ধিজীবী ও শিল্প-সংস্কৃতির অঙ্গনের শীর্ষ স্থানীয়রা শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন।
রতন টাটা ১৯৯১ সালে টাটা শিল্প গোষ্ঠীর দায়িত্ব নেন। তিনি কোরাস ও জাগুয়ার ল্যান্ড রোভারের মতো আন্তর্জাতিক সংস্থাগুলি একীভূত করে অধিগ্রহণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ইস্পাত থেকে তথ্য প্রযুক্তি খাত পর্যন্ত বহু ক্ষেত্রে টাটা গোষ্ঠীর প্রভাব বিস্তারে নেতৃত্ব দিয়েছিলেন।
ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাব পদ্ম বিভূষণ পাওয়া রতন টাটা ২০১২ সালে অবসর নিলেও শিল্প গোষ্ঠীটিকে পরামর্শ দেওয়া চালিয়ে যাওয়ার পাশাপাশি সমাজসেবায় সক্রিয় ছিলেন।
১৬০ বছরের পুরোনো এ প্রতিষ্ঠানটির বিশ্বের ১০০টি দেশের সঙ্গে ব্যবসা রয়েছে। ২১ বছর ধরে এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি। এ সময়ে টাটা গ্রুপের আয় বেড়েছে ৪০ গুণ। আর মুনাফা বেড়েছে ৫০ গুণ।
Design & Developed By: RTD IT ZONE
Leave a Reply