ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি’র কাউন্সিলকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ৪০ জন নেতাকর্মী আহত হয়। সোমবার দুপরে উপজেলা সদরের মুসা মার্কেটের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ অন্তত ১৫ টি দোকানপাট ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ২০ নভেম্বর বুধবার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির কাউন্সিল। একে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক এমপি আব্দুল খালেক ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সমর্থকদের উত্তেজনা বিরাজ করছিল। দুপুরে কাউন্সিল বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে রামদা, লাঠি সোটা নিয়ে হাজারো নেতাকর্মী অংশ গ্রহন করেন। পরে মিছিলটি উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের মুসা মার্কেট এলাকায় পৌঁছায়।
এসময় বিএনপি’র অপর গ্রুপ মার্কেটের সামনে জড়ো হন। এতে এক পক্ষ অপর পক্ষের উপর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে ভয়াবহ রক্ষক্ষয়ী সংঘর্ষ বাঁধে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষে ৪০জন নেতাকর্মী আহত হয়।
সংঘর্ষে আহতদের বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর পুরো উপজেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
গুরুতর আহত ছয়জন হলেন—উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন বাদল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মুসা হায়দার, বিএনপি কর্মী অরুণ মিয়া, ফুল মিয়া, দানু মিয়া ও কৃষ্ণপদ দাস।
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বর্মন জানান, এখন পর্যন্ত ৫৪ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ছয়জনকে ঢাকায় রেফার করা হয়েছে।
এদিকে, ঘটনার পরপর স্থানীয় ফায়ার সার্ভিস, পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বাঞ্ছারামপুর উপজেলা ফায়ার সার্ভিসের লিডার মো. আব্দুল কাদের বলেন, দমকল বাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোর্শেদুল আলম চৌধুরি গণমাধ্যমকে বলেন, আগামী ২০ নভেম্বর উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
Design & Developed By: RTD IT ZONE
Leave a Reply