গতকাল ১৯ নভেম্বর, ত্রিপুরার রাজ পরিবারের সন্তান প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মার অগ্রজ ভরত দেববর্মা আজ সকালে প্রয়াত হয়েছেন। তিনি চলচিত্র অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মুনমুন সেনের স্বামী ছিলেন। প্রয়াত ভরত দেববর্মা সুচিত্রা সেনের জামাতা, এবং রাইমা ও রিয়া সেনের বাবা ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়েন ভরত। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে। সেখান থেকে অ্যাম্বুল্যান্স আসার আগেই সব কিছু শেষ হয়ে যায়।ভরত দেববর্মার মৃত্যুর খবর নিশ্চিত করেন মেয়ে রাইমা সেন।
মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ভরত দেববর্মা। তার জেরেই মৃত্যু। ত্রিপুরার রাজ পরিবারের সন্তান ভরত দেববর্মা। ১৯৭৮ সালে মুনমুন সেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। এক বছরের মাথাতেই রাইমা সেনের জন্ম হয়। তার বছর দুই পরে মুনমুন-ভরতের জীবনে আসে রিয়া।
ত্রিপুরার মহারাজা রাজেন্দ্রকিশোর দেববর্মার ছেলে ভরত। তাঁর মা ইলা দেবী ছিলেন কোচবিহারের রাজকুমারী। আর ইলা দেবীর ছোট বোন গায়ত্রী দেবী ছিলেন জয়পুরের মহারানী। ১৯৭৮ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন মুনমুন আর ভরত। দুমাস আগেই ভরতের জন্মদিনে একটি আদুরে পোস্ট করেছিলেন মেয়ে রাইমা। অবিবাহিত রাইমা মা–বাবার সঙ্গেই থাকেন।
তাঁর প্রয়াণে পরিচিত মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Design & Developed By: RTD IT ZONE
Leave a Reply