বাসে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এখনও থামেনি। বুধবার (২০ নভেম্বর) বেলা ৩টার পর শুরু হওয়া এই সংঘর্ষ এখনও চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা রাস্তার দুই পাশে অবস্থান করছে।
বিকাল সাড়ে ৪টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। টানা দুই ঘণ্টা ধরে শিক্ষার্থীদের এ সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী।
সরেজমিন দেখা যায়, সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের সামনের সড়কে ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ পরপরই তারা একপক্ষ অপর পক্ষকে ধাওয়া দিচ্ছেন, ইট-পাটকেল ছুড়ছেন। বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছেন।
এদিকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, সায়েন্সল্যাব মোড়ে সিটি কলেজ শিক্ষার্থীরা তাদের কলেজের বাসে হামলা ও ভাঙচুর চালায়। অন্যদিকে সিটি কলেজের শিক্ষার্থীরা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ঢাকা কলেজ শিক্ষার্থীরা তাদের কলেজে ঢুকে অতর্কিত হামলা চালিয়েছেন।
Design & Developed By: RTD IT ZONE
Leave a Reply