আসামের শিলচরের বিশিষ্ট আইনজীবী, সংগঠক, গবেষক, গ্রন্থকার ইমাদ উদ্দিন বুলবুল আর নেই (ইন্নালি… রাজেউন)। গতকাল শুক্রবার রাত সাতটায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী মিনারা বেগম লস্কর, দুই পুত্র, এক কন্যা সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণমুগ্ধদের রেখে গেছেন।
তার পারিবারিক সূত্রে জানা জানা গেছে বেশ কিছু দিন ধরে শরীরটা ভালো যাচ্ছিল না। নিউমোনিয়া হয়ে যাওয়ায় খুব সতর্ক চলাফেরা করছিলেন। শুক্রবার সন্ধ্যা ছয়টায় অস্বস্তি বোধ করতে থাকেন। বুকে ব্যথা করছিল। নিয়ে যাওয়া হয় মেডিল্যান্ড হাসপাতালে। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আজ শনিবার বেলা দেড়টায় রংপুরের কদমতলীতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এর পর নিয়ে যাওয়া হয় কাটিগড়ার লামারগ্রামে। সেখানে তাদের আদিনিবাসে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন তথা কবরস্থ করা হয়।
অ্যাডভোকেট ইমাদ উদ্দিন বুলবুল ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সমিতির সহসভাপতি। তাঁর মৃত্যুতে সংগঠনের নেতা-কর্মীরা শোকস্তব্ধ। তাঁর অসুস্থতার খবর পেয়েই বঙ্গ সাহিত্যের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মিলনউদ্দিন লস্কর মেডিল্যান্ড হাসপাতালে ছুটে যান। মৃত্যুর পর তাঁর রংপুর স্থিত বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানান কাছাড় জেলা কমিটির সম্পাদক উত্তম কুমার সাহা ও শিলচর শহর আঞ্চলিক কমিটির সম্পাদক সুশান্ত সেন।
এখানে উল্লেখ্য বাংলাদেশের তথ্যচিত্র নির্মাতা মাসুদ করিম উনিশে মে নিয়ে “আসামের বাংলা ভাষা আন্দোলন” নির্মাণ করেন যা গত বছর শিলচরের ভাষা শহিদ স্টেশন স্মরণ সমিতির উদ্যোগে শিলচর স্টেশনে প্রদর্শিত হয়। এই তথ্যচিত্রে ইমাদ উদ্দিন বুলবুল এর সাক্ষাৎকার রয়েছে।
ইমাদ উদ্দিন বুলবুল আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের শিলচর শাখার উপদেষ্টা ছিলেন।
Design & Developed By: RTD IT ZONE
Leave a Reply