সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্য ও সংযোগ অব্যাহত থাকার আশা প্রণয় ভার্মার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৭ বার দর্শন

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা আজ আশা প্রকাশ করেছেন যে, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, সংযোগ ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে, যা দুই দেশের জনগণ ও ব্যবসায়ীদের আরও ঘনিষ্ঠ করবে।

ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় হাইকমিশনের উদ্যোগে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও টেক্সটাইল খাতের ব্যবসায়ী সংগঠনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ থেকে ১৭ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ‘ভারত টেক্স ২০২৫’-এর প্রেক্ষাপটে এই সভার আয়োজন করা হয়। এটি একটি বৈশ্বিক টেক্সটাইল ইভেন্ট, যেখানে টেক্সটাইল শিল্পের গুরুত্বপূর্ণ অংশীদাররা অংশ নেবেন এবং সম্পূর্ণ টেক্সটাইল ভ্যালু চেইন এক ছাদের নিচে আসবে।

ভার্মা বাংলাদেশের সমাজ-অর্থনৈতিক উন্নয়নে তৈরি পোশাক (আরএমজি) খাতের গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশ-ভারতের মধ্যে সরবরাহ ও মূল্য শৃঙ্খল সংযোগ জোরদারে এর ভূমিকার ওপর আলোকপাত করেন।
তিনি বলেন, আরএমজি ও টেক্সটাইল খাতে সহযোগিতা দুই দেশের পারস্পরিক নির্ভরতা ও পারস্পরিক স্বার্থের প্রতিফলন।

ভার্মা আশা প্রকাশ করেন যে, ‘ভারত টেক্স ২০২৫’-এ বাংলাদেশের একটি বড় প্রতিনিধিদলের অংশগ্রহণ নতুন সরবরাহ শৃঙ্খল সংযোগ, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রশাসক এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)’র ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)’র সভাপতি মোহাম্মদ হাতেম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Address

Registered Office: 44/1 North Dhanmondi (5th Floor) Kalabagan, Dhaka- 1205, Bangladesh Email: kalabaganbarta@gmail.com / admin@kalabaganbarta.com Telephone: +88-02-58154100 Editorial Office: Karim Tower 44/7-A&B, West Panthapath, Kalabagan, Dhaka-1205

Correspondences

USA: Mainul Haq (Atlanta) Kolkata: Sunirmal Chakraborty Mobile: +91-8017854521 Ashim Kumar Ghosh Address: 3D K.P Roy Lane, Tollygunge Phari Kolkata- 700 033, WB, India Mobile: +91-9874891187                                                                                                           S. M. Ashikur Rahman (Technical Adviser)
Author: Masud Karim © All rights reserved 2020. Kalabaganbarta

Design & Developed By: RTD IT ZONE