বিপুল উৎসাহ উদ্দীপনায় সফলভাবে অনুষ্ঠিত হলো দু’দিনব্যাপী জাতীয় কবিতা উৎসব ২০২৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে ১ ফেব্রুয়ারি কবি মোহন রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসব উদ্বোধন করেন, জাতীয় বীর শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম। প্রধান অতিথি ছিলেন, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন, সাবেক সাংসদ কবি নুরুল ইসলাম মনি, ঘোষণাপত্র পাঠ করেন, কবি শ্যামল জাকারিয়া, সদস্য সচিবের বক্তব্য রাখেন কবি রেজাউদ্দিন স্টালিন।
প্রথম দিনের দিনব্যাপী উৎসবে ছিল- দেশ-বিদেশের কবিদের কবিতা পাঠ, দেশের খ্যাতিমান আবৃত্তি শিল্পীদের আবৃত্তি এবং খ্যাতিমান কণ্ঠশিল্পীদের পরিবেশিত কবিতার গান।
এবার ইরানের কবি শাহাবুদ্দিন মাশায়েকি রাদ কবিতা নিয়ে বিশদ আলোচনা করেন যা বাংলাদেশের কবি এবং কবিতাপ্রেমীদের হৃদয়ে বিশেষ ভাবে স্থান করে নেয়। এরপর জাপানের তরুন কবি নাকানো ইউমা জাপানের বিখ্যাত কবি সুনতারো তানিকাওয়ার “মা” কবিতাটি জাপানি এবং বাংলা উভয় ভাষায় অবৃত্তি করেন।
দ্বিতীয় দিনের কর্মসূচিতে সাংবাদিক আবু সাঈদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রথম পর্বের কবিতা পাঠ, কবি অনামিকা হক লিলির সভাপতিত্বে দ্বিতীয় পর্বের কবিতা পাঠ। ছড়াকার আবু সালেহ’র সভাপতিত্ব অনুষ্ঠিত হয় তৃতীয় পর্বের কবিতা পাঠ।
বিকেলের অধিবেশনে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক কাশেম ফজলুল হকের সভাপতিত্বে ‘স্বাধীনতা, সাম্য ও সম্প্রীতিঃ বাংলাদেশের কবিতা’ শীর্ষক সেমিনারে মুখ্য আলোচক ছিলেন লেখক ও গবেষক সলিমুল্লাহ খান। কবি ও সাংবাদিক সোহরাব হাসানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- কবি মনজুর রহমান, অধ্যাপক কুদরতে খুদা ও লেখক তাহমিদ জামি।
সন্ধ্যায় শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলা কানায় কানায় পূর্ণ শেষ অধিবেশনে দেশের খ্যাতিমান কবিদের পাশাপাশি তরুণ কবিরাও কবিতা পাঠ করেন। নির্বাচিত খ্যাতিমান আবৃত্তি শিল্পী, কন্ঠশিল্পী, নৃত্যশিল্পীদের পরিবেশনায় আবৃত্তি গান আর নৃত্যে মুখরিত হয়ে ওঠা অনুষ্ঠানটি এক অনির্বচনীয় আনন্দের বন্যা বইয়ে দেয়।
উৎসব সমাপনী আয়োজনে জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান জাতীয় কবিতা পরিষদ প্রবর্তিত ৩টি পুরস্কার ঘোষণা করেন। জাতীয় কবিতা পরিষদ পুরস্কার পেয়েছেন কবি জুলফিকার হোসেন তারা, শিশু সাহিত্যে অবদানের জন্য পুরস্কার পেয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ এবং কবিতায় অবদানের জন্য পুরস্কার পেয়েছেন কবি মতিন বৈরাগী।
কবি মোহন রায়হানকে- সভাপতি ও কবি রেজাউদ্দিন স্টালিনকে -সাধারণ সম্পাদক করে ৫২ জনের জাতীয় কবিতা পরিষদ ২০২৫- ২০২৬ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
Design & Developed By: RTD IT ZONE
Leave a Reply