এ বছর ক্রীড়ায় একুশে পদক পাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আর গবেষণায় পাচ্ছেন মঈদুল হাসান (মূলধারা ৭১ এর রচয়িতা), ভাষা ও সাহিত্যে শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর) ও হেলাল হাফিজ (মরণোত্তর), সংস্কৃতি ও শিক্ষায় ড. শহীদুল আলম (ফটোগ্রাফার, মানবাধিকার কর্মী এবং দৃকের প্রতিষ্ঠাতা), বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান (অভ্র’র জনক), সাংবাদিকতায় মাহফুজ উল্লা (মরণোত্তর) এবং সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান।
শিল্পকলার চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর) (ছুটির ঘণ্টা এবং আরও অনেক ছবির পরিচালক), সংগীতে উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন এবং চিত্রকলায় রোকেয়া সুলতানা।
শিক্ষায় পাচ্ছেন ড. নিয়াজ জামান এবং সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)।
এবার যেখানে নারী ফুটবল দল ক্রীড়ায় একুশে পদক পাচ্ছে অপরদিকে রংপুরের তারাগঞ্জে আন্তঃজেলা নারী ফুটবল টুর্নামেন্টের জয়পুরহাট নারী ফুটবল দলের সঙ্গে রাজশাহী নারী ফুটবল দলের খেলায় বন্ধের ডাক দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় এক নেতা। বাধা দেওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে উত্তেজনার প্রেক্ষিতে খেলা বন্ধ করে মাঠে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
Design & Developed By: RTD IT ZONE
Leave a Reply