এবছর বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক পেয়েছেন অভ্র ফন্টের নির্মাতা মেহেদী হাসান খান। তবে তিনি এককভাবে এই পুরস্কার নিতে আগ্রহী নন, কারণ অভ্র তৈরিতে তার আরও তিন বন্ধুরও ভূমিকা ছিল।
তাই অভ্রর জন্য চার গুণীকেই দলগতভাবে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
রোববার বিকেলে ফেইসবুকে এক পোস্টে ফারুকী লিখেছেন, “আমরা জানতাম মেহেদী হাসান খান পুরস্কার গ্রহণ করতে আগ্রহী না। এর আগেও তাকে অ্যাপ্রোচ করা হয়েছিল। তিনি পুরস্কার না নিতে পারেন জেনেও আমাদের ক্যাবিনেট থেকে আমরা পুরস্কার ঘোষণা করতে সম্মত হই। এর মাধ্যমে বার্তা দিতে চেয়েছি আমরা কাদের সেলিব্রেট করবো।”
বন্ধুদের ছাড়া পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছেন মেহেদী, তা জানিয়ে ফারুকী লিখেছেন, “মেহেদী একা এই কৃতিত্ব নিতে চাননি। তার আরো তিন বন্ধু রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফা; যারাও অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের ছাড়া তিনি পুরস্কার নিতে চাননি।
“আমরা আনন্দের সাথে জানাচ্ছি, স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়া এই চার গুণীকেই অভ্রর জন্য দলগতভাবে একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”
উপদেষ্টা ফারুকী বলেছেন, মেহেদীর চার চার বন্ধুই পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে আসছেন পুরস্কার গ্রহণ করতে। যার জন্য অধীর আগ্রহে বসে আছেন তিনি এবং এই ঘটনা তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও মন্তব্য করেছেন তিনি।
Design & Developed By: RTD IT ZONE
Leave a Reply