“স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা” শিরোনামে আগামি ১ ও ২ ফেব্রুয়ারি ২০২৫-এ অনুষ্ঠিতব্য “জাতীয় কবিতা উৎসব”কে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের দোতলায় শহীদ মুনির চৌধুরী সভাকক্ষ সংলগ্ন জাতীয় কবিতা পরিষদের উৎসব আয়োজনের অস্থায়ী দপ্তরে গতকাল ১৪ জানুয়ারি ২০২৫ এ আয়োজিত হলো “জাতীয় কবিতা পরিষদ”-এর নিয়মিত আয়োজন সাপ্তাহিক কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠান।
বিদায়ী পৌষের হালকা শীতের এই জমজমাট কাব্যিক সন্ধ্যায় কবি জামিল জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের আহবায়ক কবি মোহন রায়হান। সূচনা বক্তব্যে তিনি বলেন, উৎসবের আগ পর্যন্ত উৎসব-দপ্তরেই অনুষ্ঠিত হবে সাপ্তাহিক কবিতাপাঠ ও আলোচনা।”
কবিতা বিষয়ক আলোচনায় কবি সুমনা নাজনীন একজন সিরিয়ান কবির উদ্ধৃতি দিয়ে বলেন, “পৃথিবী যদি ফুল হয় কবিতা তার সৌরভ আর এই কথাটার মাঝেই কবিতার মাধুর্য, সৌন্দর্য এবং তাৎপর্য নিহিত আছে।” কবিতার সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেন, কবি যখন তার আবেগ, অনুভূতি এবং উপলব্ধি কল্পচিত্ররূপে সংক্ষিপ্তাকারে একটি দৃশ্য প্রকাশ করে সেটাই কবিতা। কবিতা দুইভাবে লেখা হয়। ছন্দ ভিত্তিক আর গদ্য ভিত্তিক। তবে বর্তমানে গদ্য কবিতার চাহিদা ও বিস্তৃতি দিনদিন বেড়েই চলেছে। তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে রবীন্দ্রনাথ, নজরুল হয়ে কীভাবে ভাষার পরিবর্তন হয়েছে সে বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দেন৷
১৬ বছর পর জাতীয় কবিতা পরিষদ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর কবিতা উৎসবের সূচনাকালীন সময়ের সংগঠক কবি-লেখক “কলাবাগান বার্তা” পত্রিকার সম্পাদক, তথ্যচিত্র নির্মাতা মাসুদ করিম জাতীয় কবিতা পরিষদ নিয়ে স্মৃতিচারণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, জাতীয় কবিতা পরিষদ বাংলাদেশের কবিদের সবচেয়ে বড় জাতীয় প্রতিষ্ঠান৷ এর প্রথম উদ্যোক্তা এবং অন্যতম প্রতিষ্ঠাতা কবি মোহন রায়হান। কিন্তু ক্ষমতার পরিবর্তনে কিছু লোক এটিকে লিমিটেড কোম্পানি অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছিলো। তারা এখন সবাই পলাতক। অন্তরের টানে, ভালোবাসার টানে এদেশের সংস্কৃতির আন্দোলনকে এগিয়ে নেবার অন্যতম সক্রিয় এই সংগঠনটির দুর্দিনে হাল ধরার জন্য কবি মোহন রায়হানকে আন্তরিক শ্রদ্ধা, ভালবাসা এবং ধন্যবাদ জানাই। আমিও ১৬ বছর পরে আজ ফিরে এসেছি জাতীয় কবিতা পরিষদে, আগামী উৎসবে যোগ দিতে এবং কর্মতৎপরতা দিয়ে উৎসবকে সফল করার জন্য।”
কবিতা পরিষদের যুগ্ম আহবায়ক কবি শাহীন রেজা তার বক্তব্যে বলেন, সত্যের যেমন জয় হয়, কবিতারও তেমন জয় হয়। কবি মোহন রায়হান সত্যের পথে ছিলেন, সাহসের পথে ছিলেন বলেই আজকে আবারও কবিতা পরিষদের হাল ধরেছেন৷” তিনি কবি মোহন রায়হানকে উৎসর্গ করে তাঁর সদ্য লেখা একটি কবিতা পড়ে শোনান।
আলোচনা ও বক্তব্য শেষে উপস্থিতির স্বাক্ষরের ক্রমানুসারে ৫০ অধিক নবীন এবং প্রবীণ কবি স্বরচিত কবিতা পাঠ করেন যথাক্রমে—কবি শাহিন রেজা, কবি সোহেল রশিদ, কবি নিপু মল্লিক, কবি রোকন জহুর, কবি লুৎফা জালাল, কবি জমিল জাহাঙ্গীর, কবি আশরাফ ফারুক, কবি এলাহী মাসুদ, কবি রফিক হাসান, কবি নীপা চৌধুরী, কবি মোস্তাফিজুর রহমান, কবি মুরাদ আল হাসান, কবি কামরুজ্জামান, কবি সুমনা নাজনীন, কবি কাজী আনিসুল হক, কবি খান কাওসার বাবর, কবি শেখ সাদী মারজান, কবি ইমরোজ সোহেল, কবি সৈয়দা রত্না, কবি শেখ সাহেদ, কবি সবুজ মনির, কবি মুনীরুল ইসলাম, কবি মিযানুর রহমান জামীল, কবি কুমার সুকান্ত সরকার, কবি মেনন চৌধুরী, কবি হেলাল উদ্দিন, কবি ইসমত আরা, কবি ফারুক আলমগীর, কবি নুরুন্নবী সোহেল, কবি সুজন মুন্না, কবি মোহাম্মদ কুতুবউদ্দিন, কবি জাহাঙ্গীর উদ্দীন, কবি জুয়েল এনামুল, কবি মোশাহেদ চৌধুরী, কবি আবীর বাঙালি, কবি ক্যামেলিয়া আহমেদ, কবি মানব সুরত, কবি রাসেল আহমেদ, কবি ফারুক, কবি শাহেদ, কবি মাহমুদ নোমান, কবি জহুরুল ইসলাম, কবি ইউসুফ রেজা, কবি লিটন আনোয়ার, কবি গোলাম শফিক, কবি রীনা পন্ডিত, কবি আফরিন যুথী, কবি প্রসপারিনা সরকার, কবি সামিনা সুলতানা, কবি শায়েখ শোয়েব ও কবি মোহন রায়হান। কবি ও শ্রোতার আত্মিক মেলবন্ধনে কখনো প্রেম, কখনো বিরহ, আবার কখনো বিপ্লবী কবিতার দুর্দান্ত উচ্চারণে জমে ওঠে কাব্যআসর।
অনুষ্ঠানের সভাপতি কবি মোহন রায়হান তাঁর সমাপনি বক্তব্যে বলেন, পুনর্গঠিত জাতীয় কবিতা পরিষদ এদেশে একটি নতুন কাব্য আন্দোলন গড়ে তুলবে, আমাদের তাই বিশ্বের নতুন কাব্য আন্দোলনের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। আমাদের নতুন দিনের নতুন কবিতা লিখতে হবে। কবিতার চর্চা, অধ্যায়ন, অনুশীলন ছাড়া সেই আন্দোলন এগিয়ে নেয়া সম্ভব হবে না। জাতীয় কবিতা উৎসব- ২০২৫ কে সফল করে তুলতে যার যার সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে হবে।” এ বিষয়ে বিভিন্ন পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দিয়ে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
প্রতিদিন বিকেল ৪টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসির) দোতালায় উৎসবে কবিতা পাঠের জন্য ফ্রি নাম নিবন্ধন করাতে উৎসব দপ্তর খোলা রয়েছে।
Design & Developed By: RTD IT ZONE
Leave a Reply