আজ (১৯ জানুয়ারি) দুপুরে ‘আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদ’ এর শিলচর শাখার পক্ষ থেকে এক প্রতিনিধি দল ‘আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদ, শিলচর শাখা’র অন্যতম উপদেষ্টা প্রয়াত ইমাদ উদ্দিন বুলবুলের বাড়িতে গিয়ে সংগঠনের শোকবার্তা তুলে তাঁর পরিবারের হাতে। পরিবারের পক্ষে তা গ্রহন করেন ইমাদ উদ্দিন বুলবুলের কনিষ্ঠ পুত্র ডা: শেইন আলম খান।
শোকবার্তায় সংগঠনের পক্ষ উল্লেখ করা হয়, “বরাক উপত্যকার বিশিষ্ট লেখক, গবেষক, ভাষা সংগ্রামী, আইনজীবী তথা আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদ, শিলচর শাখার উপদেষ্টা ইমাদ উদ্দিন বুলবুল এর আকস্মিক প্রয়াণে আমরা স্বজন ও সহযোদ্ধা বিয়োগের ব্যথায় মর্মাহত। আমাদের সংস্থাসহ বৃহত্তর বঙ্গীয় সমাজের এক অপূরণীয় ক্ষতি ও বেদনার মুহূর্তে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করি।
পরিবারসহ সকল শুভার্থীরা এই চরম শোক কাটিয়ে উঠতে সক্ষম হোন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা।
আজকের প্রতিনিধি দলে ছিলেন ‘আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদ’ এর শিলচর শাখার সভাপতি নীহার রঞ্জন পাল, কার্যকরী-সভাপতি নিখিল পাল, সম্পাদক রাজীব কর এবং কার্যকরী সদস্য বিমল রায়।
উল্লেখ্য, একই সময়ে ‘ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি, শিলচর’ এর পক্ষ থেকেও একটি শোকবার্তা শোকসতপ্ত পরিবারের হাতে তুলে দেওয়া দেওয়া হয়।
Design & Developed By: RTD IT ZONE
Leave a Reply