ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আর নেই। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাসপাতালের চিকিৎসক এবং পরিবারের সদস্যরা।
মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের হাসপাতালের নিউরোসার্জন ও বিভাগীয় প্রধান ডা. নজরুল ইসলাম জানান, রাত ১০টা ৪৫ মিনিটে মৃত ঘোষণা করা হয়েছে।
চিকিৎসকরা জানান, আজ তার পালস, ব্লাড প্রেসার, রক্তের অক্সিজেন স্যাচুরেশন কমে যায়। পরে রাতে তাকে মৃত ঘোষণা করা হয়।
ড. আরেফিন সিদ্দিক ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। গত ৬ মার্চ ঢাকা ক্লাবে দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়।
আজিমপুরে বাবা-মায়ের কবরের পাশেই আগামীকাল শুক্রবার (১৪ মার্চ) অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে দাফন করা হবে। তবে জানাজার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক ।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আরেফিন সিদ্দিককে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।
Design & Developed By: RTD IT ZONE
Leave a Reply