বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বৈঠক চেয়ে যে চিঠি পাঠানো হয়েছিল, এখনও তার উত্তর পায়নি ঢাকা।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাংবাদিকের প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “কোনো উত্তর এখনো আসেনি। আমরা তো মাত্র জানালাম।”
বৈঠকের সম্ভাবনার বিষয়ে আরেক প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, “এ মুহূর্তে আর কিছু (বলার) নাই।”
বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জোট বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন আগামী ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডে হওয়ার কথা।
সম্মেলনে যোগ দিতে সেসময় থাইল্যান্ডে যাওয়ার কথা রয়েছে ইউনূস ও মোদীর। সেখানে দুই নেতার মধ্যে বৈঠকের ইচ্ছা জানিয়ে দিল্লিকে বার্তা পাঠায় ঢাকা।
গেল সপ্তাহে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিমসটেক সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে একটি বৈঠক করার ব্যাপারে আমরা কূটনৈতিকভাবে ভারতের সঙ্গে যোগাযোগ করেছি।”
ছাত্র-জনতার তুমুল গণআন্দোলনে ২০২৪ সালের ৫ অগাস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। এর তিন দিন পর সরকার পরিচালনার দায়িত্ব নেয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
এরপর থেকে প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী মোদীর দুই দফায় দেখা হওয়ার সুযোগ তৈরি হলেও তা হয়ে ওঠেনি। বিমসটেকের সম্মেলনে ঘিরে আবার সুযোগ তৈরি হয়েছে।
এর আগে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকেও দুই নেতার মধ্যে বৈঠকের কথা উঠেছিল। কিন্তু শেষমেশ তাও আর হয়নি।
কারণ হিসেবে গত ২১ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে পৌঁছানোর আগেই ভারতের প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক ত্যাগ করবেন বলে জানা গেছে। কাজেই সেখানে তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে।”
মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে সাক্ষাৎ হতে পারত গত বছরের অক্টোবরেও; সামোয়াতে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে। কিন্তু দুই নেতার কেউই তাতে যোগ দেননি।
Design & Developed By: RTD IT ZONE
Leave a Reply